অথচ মার্টিনেজের দলেই থাকার কথা ছিলো না

আমরা কখনোই জানি না কোথায় আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। মানুষ মাত্রই ভুল। তাই মানুষের অধিকাংশ সিদ্ধান্তই ভুল হয়। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বাজে গোলকিপার খুব ভুগিয়েছিলো। এরপরও সেই ফ্রাঙ্কো আরমানিতেই লেগেছিলো কোচ। ইমিলি মার্টিনেজের তো খেলারই কথা ছিলো না! অবশেষে কভিড এসো আরমানিকে সড়িয়ে দিলেন। ভাগ্য সহায় হলো মার্টিনেজের। এরপরের গল্পটা শুধুই মার্টিনেজের। কাতার বিশ্বকাপের জন্যও নিজেকে দলের ১ নম্বর গোলরক্ষক হিসেবে কনফার্ম করে ফেলেছেন। মানুষের জীবনের ভাগ্যের চাকা এভাবেই ঘোড়ে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here