অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড

অ্যারন ফিঞ্চ চোটের কারণে আসেননি। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক কে হবেন, এটা নিয়ে দোটানায় ছিলেন তাদের নির্বাচকেরা। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ম্যাথু ওয়েডকেই বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের অধিনায়ক নির্বাচিত করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরেই চোট পান সাদা বলের নিয়মিত অধিনায়ক ফিঞ্চ। নিয়মানুযায়ী দলের মূল সহ অধিনায়ক প্যাট কামিন্সেরই দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—এই দুই সফরে কামিন্সসহ দলের শীর্ষ ক্রিকেটাররা না থাকায় ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক করে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। বাংলাদেশ সফরেও তাঁকেই অধিনায়ক রাখা হবে বলে গুঞ্জন থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ওয়েডের ওপরই আস্থা রেখেছে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here