আইপিএল ২০২১: কোহলির আরসিবিতে ৩ বড় পরিবর্তন

0
53

চলতি বছরের দ্বিতীয় পর্বের আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে বড় পরিবর্তন। তিন বিদেশি ক্রিকেটারকে দলে না পাওয়ার জন্য পরিবর্ত ক্রিকেটারদের নিতে হয়েছে বিরাটের দলকে। অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পার বদলে আরিসিবিতে যোগ দিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারঙ্গা।

শুধু হাসারঙ্গাই নয়, বিরাটদের সংসারে যোগ দিলেন আরও এক লঙ্কান ক্রিকেটার দুশমন্ত চামিরা । তিনি অজি ক্রিকেটার কেন রিচার্ডসনের পরিবর্তে দলে যোগ দিলেন। কিউয়ি ক্রিকেটার ফিন অ্যালেনের বদলে আরসিবিতে যুক্ত হয়েছেন সিঙ্গাপুরের জাতীয় দলে খেলা টিম ডেভিড।

তবে শুধু ক্রিকেটারদের বদলই হয়নি। আরসিবির হেড কোচ সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন ক্যাটিচও (থাকছেন না বিরাটদের সঙ্গে। তিনি প্রধান কোচের পদ থেকে সরে গিয়েছেন। তার বদলে ব্যাঙ্গালুরের হেড কোচ হয়েছেন নিউজিল্যান্ডের মাইক হেসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here