আজ থেকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে

করোনার কারণে ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারও স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে। ফলে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে।

রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন।

আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে) করোনা সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। একইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here