ইউক্রেন সংকট: আজ শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ফ্রান্স ও জার্মানির সরকার প্রধান

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন। আজ মঙ্গলবার দিনের শেষ দিকে তাদের এই কথোপকথন অনুষ্ঠিত হতে পারে। এর মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে চীনের ওপর ইউরোপীয় নেতাদের চাপ তৈরির নমুনা হিসেবে দেখা হচ্ছে।

হামলা শুরু হওয়ার পর সোমবার দ্বিতীয়বারের মতো চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল।

ওই বৈঠকে তিনি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আলোচনার মাধ্যমে বৈরিতার অবসান এবং বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে আসার সুযোগ দিতে চীন সমর্থন করে।

হামলার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছে চীন। কিন্তু এই হামলার নিন্দা জানাতে বা মস্কোর বিরোধিতার ক্ষেত্রে কোনও ভূমিকা রাখেনি দেশটি। সূত্র: বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer