ইতালিয়ান ওপেন জিতলেন জকোভিচ

ইতালিয়ান ওপেনে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারিয়ে শিরোপা জিতে নিলেন নোভাক জকোভিচ। ইতালিয়ান ওপেনে জকোভিচের এটি পঞ্চম শিরোপা। এই শিরোপার মধ্য দিয়ে রেকর্ড ৩৬টি এটিপি মাস্টার্স শিরোপা জেতা হলো তার।

সোমবার (২১ সেপ্টেম্বর) রোমে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ম্যাচ নিজের করে নেন সার্বিয়ান তারকা। এই জয়ে এটিপি মাস্টার্স জয়ের তালিকায় রাফায়েল নাদালকে (৩৫) পেছনে ফেলে এখন শীর্ষে জকোভিচ। তালিকার তৃতীয় স্থানে আছে রজার ফেদেরার (২৮)।

ক’দিন আগেই ইউএস ওপেনে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে যান জকোভিচ। লাইন জার্জের গায়ে বল মেরে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। এরপর ইতালিয়ান ওপেনই ছিল তার প্রথম কোনো প্রতিযোগিতা। অন্যদিকে বলা যায়, এই শিরোপা জিতে ৩৩ বছর বয়সী ফরাসি তারকা ওপেনের প্রস্তুতি সারলেন দারুণভাবে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here