জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ইউক্রেন রাশিয়ার চলমান সংঘাতে মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। খবর এএফপির। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে এই ভোটাভুটি হয়।

গেল বুধবার প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। এদিনই ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়াও। তবে সেটি গৃহীত হয়নি।

এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে বিরত ছিল ৩৮টি দেশ। এসব দেশের মধ্যে চীন, ভারত, পাকিস্তানও রয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। দেশগুলো হলো— রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

এর আগে, ইউক্রেনে হামলা বন্ধে চলতি মাসের ২ তারিখে প্রস্তাব পাস হয়েছিল সাধারণ পরিষদে। তখন পক্ষে ১৪১ দেশ ভোট দিলেও বাংলাদেশ ভোটদানে বিরত থাকে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here