পরবর্তী নির্বাচনে ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো: প্রধানমন্ত্রী

0
13

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।

তিনি বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে পরবর্তী সাধারণ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখবো এবং জনগণের সেবা করবো।

hasina-chinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চেন ঝোয়ার সৌজন্য সাক্ষাৎ। ছবি: ফোকাস বাংলা

বুধবার (১১ জানুয়ারি) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়ার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে শেখ হাসিনা বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, কারণ সরকার বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here