প্রথমবার ডলি সায়ন্তনীর সঙ্গে ইমরান

এক যুগের ক্যারিয়ারে দেশের অনেক জনপ্রিয় গায়িকার সঙ্গেই কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা আছে সময়ের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের। এবার প্রথমবারের মতো তিনি গাইলেন এক সময়কার তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে। যিনি তার কণ্ঠ দিয়ে এখনো শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (২২ জুন) রাতে মগবাজারের একটি স্টুডিওতে দুজনের গাওয়া ‘দুহাত বাড়াও’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এটি থাকছে সিমি ইসলাম কলি পরিচালিত ‘ভুল মানুষ’ সিনেমায়। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

গানটি প্রসঙ্গে ডলি শায়ন্তনী বলেন, ‘প্রথমবারের মতো ইমরানের সঙ্গে দ্বৈত গাইলাম। আশা করি ভালো কিছু হবে।’

অন্যদিকে ইমরান বলেন, ‘ছোটবেলা থেকেই ডলি আপার গান শুনে আসছি। এবার প্রথমবারের মতো তার সঙ্গে গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। রেকর্ডিংয়ের অভিজ্ঞতাও চমৎকার। আশা করি গানটি সবাই পছন্দ করবেন।’

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here