ব্যাটিং ব্যর্থতায় হারলো মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস
পুনেতে ১৫তম আইপিএলের ১০তম ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস।নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক পন্ত। সুবমান গিলের অসাধারণ ব্যাটিং এ (৪৬ বলে ৮৪ রান) গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ অভারে ৬ উইকেটে ১৭১ রান জড়ো করে।এদিন অসাধারণ বোলিং করেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৪ অভারে মাত্র ২৩ রানে নেন ৩টি উইকেট।ফিজ ভালো বল করলেও দলীয় ব্যাটিং ব্যার্থতায় তার দলের পরাজয় বরণ করা লাগে। ১৭২ রানের টার্গেটে পাওয়ার প্লেতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। তারপর দলের জয়ের আশা জাগিয়ে ছিল অধিনায়ক রিশাভ পন্ত ও রাভমন পাওয়েল।৩৬ বলে ৫৪ লাগতো তখন ২৯ বলে ৪৩ রান করে পন্ত আউট হলে শেষ ভরসা ছিল পাওয়েল। ১৮ তম অভারে ২য় বলে পাওয়েল ১২ বলে ২০ রান করে আউট হলে ১৬ বলে ২৯ লাগতো।তারপর তারা আর পেরে ওঠেনি,১৪ রানের জয় বরণ করা লাগে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের।নির্ধারিত ২০ অভারে ৯ উইকেট হারিয়ে দিল্লি করে ১৫৭ রান।গুজরাটের লকি ফারগুসন ৪ অভারে ২৮ রানে নেন ৪ উইকেট। মোহাম্মদ শামি নেন ২ উইকেট। রশিদ খান ও হার্দিক পান্ডিয়া নেন ১টি করে উইকেট।সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গুজরাটের লকি ফারগুসন। ২ ম্যাচে ২ জয়ে নিয়ে পয়েন্ট টেবিলের টপে আছে রাজস্থান রয়েলস।২ ম্যাচে ১ জয় আর ১ পরাজয়ে দিল্লির অবস্থান ৪ নম্বরে।