টাঙ্গাইলের মির্জাপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ শিক্ষার্থীকে (ইভ টিজিং) উত্ত্যক্ত, শ্লীলতাহানী ও মারধরের অভিযোগ উঠেছে ৩ বখাটের বিরুদ্ধে। গত শনিবার (০৩জুলাই) সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, একই ইউনিয়নের উত্তর নাজিরপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মিয়া (২৭), একই গ্রামের মৃত সোরবাহ উদ্দিনের ২ ছেলে অন্তর হোসেন (২৩) ও শাহীন মিয়া (৩৪) বিগত দেড় বছর যাবৎ কলেজে, প্রাইভেটে যাওয়া আসার পথে কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করতো তাকে। বিরক্তের মাত্রা বেড়ে গেলে পরিবারের সদস্যদের অবগত করে। পরিবারের পক্ষ থেকে বখাটেদের পরিবারকে বিষয়টি জানানো হলেও তারা রীতি মতো বিরক্ত করে। গেলো শনিবার বখাটেরা বাড়ির সামনে এসে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় অকথ্য ভাষায় গালাগালি এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। জোরপূর্বক রিক্সায় উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি পরিবারে জানানো হলে ওইদিন রাতেই ওই শিক্ষার্থীর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রিজাউল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।