মির্জাপুরে চালু হলো শতবর্ষী পুরোনো হাট

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রামে শতবর্ষী পুরাতন হাট পুনরায় চালু করা হয়েছে। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  শতবর্ষী এই হাট পুনরায়  চালুর দিনে স্থানীয় মানুষদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গিয়েছে।
May be an image of 5 people, beard, people standing and outdoors
সকলের অংশগ্রহনে হাটের প্রথম দিনে জমজমাট ঐতিহ্যবাহী ভাতগ্রাম হাট /(কুমেরপাড় হাট) । হাট উদ্বোধন উপলক্ষে দোয়া  ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় উপস্থিত স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ হাটের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। গত ২৮ আগস্ট হাটটি পুনরায় চালু করা হয়।
আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here