মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা; আহত ২

0
37

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। গত রোববার (৩০ জানুয়ারি) উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের অষ্টমুন্সিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আলী (৬৫) ও জাহাঙ্গীর হোসেন (৪২) নামের দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গতকাল মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী বারেক হোসেন বলেন, বিবাদীদের সাথে অন্য একটি জমি নিয়ে আমাদের সাথে বিরোধ রয়েছে। এনিয়ে মামলাও চলমান। কিন্তু আমাদের বসত ঘরের নষ্ট টিনের চালা পরিবর্তন করার সময় বিবাদীরা আমাদের ওপর হামলা করে। এতে আমার চাচা ও চাচাত ভাই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। আমার চাচা মোহাম্মদ আলী বয়স্ক মানুষ । তার অবস্থা অনেক বেশী খারাপ। তিনি আরো বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়ে একাধিক বার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু বিবাদীরা কারো কথাই শুনেনা।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মফিজুর রহমান বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here