মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন আজিজুল হক কলেজের ৫০ শিক্ষার্থী

বরাবরের মতো এবারও মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে চমক দেখিয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। এই কলেজের প্রায় ৫০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা।

জানা গেছে, সরকারি আজিজুল হক কলেজের ৫০ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৩২ জন মেয়ে। আর মেডিকেলে সুযোগ পাওয়া ছেলের সংখ্যা ১৮ জন।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, কলেজে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানের সহযোহী সব আধুনিক সরঞ্জাম ও শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি কঠোর তদারকির ফলে প্রতি বছর শিক্ষার্থীরা আশানুরুপ ফলাফল করছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here