মেসি জানতেন- ‘এমি অন্তত দুটি শট ফেরাবে’

২৮ বছর নেই বৈশ্বিক কোন ট্রফি। নামের আগে কিংবদন্তি খেতাবটা লেখা হয়ে গেলেও আক্ষেপ থেকেই গেছে। এবার সেই অধরা ট্রফি জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসি। আর একটা মাত্র ম্যাচ। এটি জিতলেই এই মহাতারকার হাতে ধরা দেবে প্রথমবারের মতো বৈশ্বিক শিরোপা। এখন সামনে আরেক ফুটবল পরাশক্তি ব্রাজিল।

তার আগে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আনন্দে ভেসে যাচ্ছে আর্জেন্টাইন শিবির। প্রশংশায় ভাসছেন টাইব্রেকারে তিন শট বাঁচিয়ে দেওয়া গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তাকে কুর্নিশ জানালেন খোদ অধিনায়ক লিওনেল মেসি।

তিনি এখন আর্জেন্টিনার ভক্তদের নয়নের মণি। কারণটাও সংগত। তার হাতে ধরেই যে দল পেয়েছে ফাইনালের টিকিট। কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুট আউটে তিনটি শট আটকে দেন তিনি। তাইতো মেসি বলেন, ‘আমাদের দলে এমি রয়েছে, সে বিস্ময়কর। আমরা ওর ওপর আস্থা রেখেছিলাম। ফাইনালে পৌছনোর পাশপাশি টুর্নামেন্টের সবকটি ম্যাচ খেলার আমাদের লক্ষ্যও পূর্ণ হল।’

১-১ গোলে ড্রয়ের পর মেসিসহ গোটা দলের বিশ্বাস ছিল এমিলিয়ানো মার্টিনেজে। সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছেন তিনি। ম্যাচ শেষে মেসি বলছিলেন, ‘আমাদের বিশ্বাস ছিল, এমি অন্তত দুটি শট ফেরাবে। এই সাফল্য তার প্রাপ। সে অসাধারণ।’

অথচ এই এমি হারিয়ে যেতে বসেছিলেন। কিন্তু একটি দুর্ভাগ্যজনক চোট ও কঠোর জেদ মোড় ঘুরিয়ে দেয় মার্টিনেজের। ফিরে আসেন চেনা পথে। আর আর্জেন্টিনাকে ফাইনালে তুলে তিনি তো এখন বড় তারকা!

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here