রমজানে টিসিবির ট্রাক সংখ্যা ২০০ থেকে ৮০০তে উত্তীর্ণ করা হচ্ছে

রমজান মাসে মানুষের ভোগান্তি দূর করতে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। যারই অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় টিসিবির ২০০ ট্রাকের স্থলে ৮০০ ট্রাক নামানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

– পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে রাখতে এবং নিম্নয়ায়ের মানুষের কথা ভেবে নানা উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার।
– করোনা মহামারীকালে সরকার নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ করে। তারই ধারাবাহিকতায় এবার এক কোটি মানুষকে সাশ্রয়ীমুল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনার সরকার।
– ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ বা টিসিবি গত ৬ মার্চ থেকে ঢাকায় এই কার্যক্রম শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা। এর আগে মাত্র দুটি পণ্য টিসিবির ট্রাকে বিক্রি করা হতো।
– বিতরণ বাড়াতে টিসিবির ট্রাকের সংখ্যা ২০০ থেকে ৮০০তে বৃদ্ধি করার উদ্যোগ ও নেওয়া হয়েছে।
– ১৫ মার্চ থেকে ঢাকার বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় শুরু করা হবে। এ লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন প্রতিটি ওয়ার্ড কাউন্সিল থেকে তালিকা সংগ্রহ করছে। তালিকার কাজ প্রায় শেষ পর্যায়ে।
– দ্রব্যের দাম সকল ভোক্তাদের কাছে সহনীয় রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।
– ভোজ্যতেল সয়াবিনের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here