রশিদনগরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কক্সবাজার জেলার অন্তর্গত রামুর রশিদনগরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে রশিদনগরের ৫নং ওয়ার্ডের খেলোয়াড় এসোসিয়েশন।উক্ত খেলায় ৭টি দল অংশগ্রহণ করলেও সব দলকে ছাড়িয়ে ফাইনালের মুখ দেখে শক্তিশালী দুইদল যথাক্রমে আয়াত এবং জয়নালের দল।টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল ৪টায়(২২শে জুলাই ২০২১ইং),৬০মিনিটের খেলায় আয়াত দল ৩-১গোলে বিজয়ী হয়েছে।

পুরো টুর্নামেন্টে সেরা গোল দাতা হয়েছে আয়াত দলের তানজিদ,সেরা কিপার নির্বাচিত হয়েছে আহসানের দলের হুমায়ুন,উদীয়মান প্লেয়ার নির্বাচিত হয়েছে এসএম মহিউদ্দীন এবং উক্ত খেলায় মূল রেফরির দায়িত্বে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মালেক,সহকারি হিসেবে ছিলো তপন শর্মা ও রিপাত।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলো রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলম,সভাপতিত্ব করেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমেদ।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here