চারিদিকে হাহাকার!
কর্মহীনের বোবা আর্তনাদ
পথে ঘাটে লোকালয়ে করুণ
মিনতি করে ধেয়ে আসছে ভিক্ষার হাত
এ আজ নিদারুণ বাস্তবতা!
হয়তো একদিন
করোনাকাল চলে যাবে
দূর্দশা দুর্দিন দারিদ্রতা দূর্বিষহ
জীবন মানুষের সহজে কি শেষ হবে!
অনন্তকালের ইতিহাসে হারানো
মানুষগুলো অনন্তকালের স্মৃতি হয়ে রবে!
সুযোগ সন্ধানী!
কালো হাতগুলো সেবার নামে কৌশলে
চোখের সামনেই বাওবাব গাছ হচ্ছে
বেঢপ কদাকার চেহারার মেকাপ
আলগা হয়ে খসে পড়ছে থেকে থেকে
নিয়ন্ত্রণকারীর দূর্বলহাত হীনবল প্রায়
মুখোসের আড়ালে ঢাকছে অবয়ব!
সহায়তার বাহুগুলো আজ বেঁটে-খাটো
কৃপণতায় দুর্ভিক্ষ আসন্ন!
কত লক্ষ খাদ্যাভাবে অপুষ্টিতে
মারা যাচ্ছে তার হিসাব নিরবে রবে!
– করোনাকাল – মহাকাল
শেখ রুহুল মমিন
Facebook Comments