সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন সাকিব

নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আরও আগেই। একন তো প্রতি ম্যাচেই নতুন নতুন রেকর্ড হয় নয়তোবা সাবেক কোন গ্রেটকে পেছনে ফেলা হয়। গতরাতে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে ম্যাচ সেরা হয়ে পেছনে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। তারও আগে পেছনে ফেলেছিলেন স্টিভ ওয়াহ এবং এডাম গিলক্রিস্টদের মত তারকাদের। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার জেতা খেলোয়াড়দের তালিকায় ১১তম স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। গতকালের ম্যাচের আগ পর্যন্ত সৌরভ গাঙ্গুলির সমান ৩৭ বার ম্যান অব দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড জিতে তালিকার ১২তম স্থানে ছিলেন। গতকাল ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ছাড়িয়ে যান গাঙ্গুলিকে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here