আইপিএল ২০২১: কোহলির আরসিবিতে ৩ বড় পরিবর্তন
চলতি বছরের দ্বিতীয় পর্বের আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে বড় পরিবর্তন। তিন বিদেশি ক্রিকেটারকে দলে না পাওয়ার জন্য পরিবর্ত ক্রিকেটারদের নিতে হয়েছে বিরাটের দলকে। অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পার বদলে আরিসিবিতে যোগ দিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারঙ্গা। শুধু হাসারঙ্গাই নয়, বিরাটদের সংসারে যোগ দিলেন আরও এক লঙ্কান ক্রিকেটার দুশমন্ত চামিরা । তিনি অজি ক্রিকেটার…