ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে সুপারক্লাসিকোর দল ঘোষণা করলো আর্জেন্টিনা
অবশেষে বিশ্বের ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বহুল প্রতিক্ষীত সুপারক্লাসিকো মাঠে গড়াতে যাচ্ছে। সেই সুপারক্লাসিকোর জন্যই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লাতিনের চ্যাপিম্পয়নদের বিপক্ষে লড়বে ইউরোপের চ্যাম্পিয়নরা। টানা ৩১ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনার সামনে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। এই ম্যাচেও যদি আনবিটেন থাকে তাহলে নিজেদের রেকর্ড ৩১ ম্যাচের আনবিটেন রান ক্রস করবে। ১৯৯১-৯৩ সালে টানা ৩১ ম্যাচে…