অনিশ্চিয়তা শেষে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন সাকিব

অবসান হল অনিশ্চয়তার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ কথা জানিয়েছেন। মুমিনুল হক বলেন, “অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে।”

এরপর প্রথম টেস্টে সাকিবের খেলা-না খেলা প্রসঙ্গে টেস্ট অধিনায়কের ভাষ্য, “হ্যাঁ, তিনি খেলবেন।” এ সময় সাকিবের ফিটনেস নিয়ে মুমিনুল বলেন, “কোচ বলেছিলেন (সাকিব) যদি ফিট থাকে তাহলে খেলতে পারবেন। আজ আমরা তো দেখলামই। আমার দেখে তা-ই মনে হয়েছে।” করোনা নেগেটিভ হয়ে শুক্রবার রাতে চট্টগ্রামে হোটেলে ফিরেছেন সাকিব।

শনিবার সকালে অনুশীলনেও নামে তিনি। এরপর সংবাদ সম্মেলেনে এসে সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা-না খেলা নিয়ে সংশয় দূর করলেন মুমিনুল হক। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল রবিবার প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here