সিরাজগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

  • সবুজ এইচ সরকার: সিরাজগঞ্জ শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি প্রধানদের নতুন শিক্ষাক্রম বিস্তরণ,মনিটরিং ও মেন্টরিং বিষয়ক প্রশিক্ষণ-২০২৪ এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে জেলার সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ শুভ উদ্ভোদন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনদিন ব্যাপী দ্বিতীয় ব্যাচের এই প্রশিক্ষণে জেলায় বিভিন্ন উপজেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।চারটি ব্যাচে জেলার সর্বমোট ১০৬০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ গ্রহণ করবে বলে জানাগেছে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস. আই. এম. এ রাজ্জাক।সহকারী পরিদর্শক রবিউল হাসান মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রায়হান কবির, ডিস্ট্রিক্ট ট্রেইনিং কো-অর্ডিনেটর শাহ খন্দকার আব্দুল বারী এবং সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আফছার আলী।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান,জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এই শিক্ষাক্রমকে যুগোপযোগী এবং বাস্তব জীবনের অপরিহার্য শিক্ষা বলে বর্ণনা করেন।শাহজাদপুর উপজেলা থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন এবং মোহাম্মদ মঈন উদ্দিন জানান,নিঃসন্দেহে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠদানে গতিধারা আরো সঞ্চার হবে বলে আশা করছি।মুখস্ত নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তবতার নিরিক্ষে জীবন ঘনিষ্ঠ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যাবে এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে৷