আক্ষেপের আরেক নাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সংক্ষেপে যাকে আরসিবি বলা হয়ে থাকে। যে নামেই ডাকুন না কেন ঘুরেফিরে এই নামের সাথে আক্ষেপ আর না পাওয়ার বেদনায় ফিরে আসবে। কাগজে কলমে প্রতিবারই তারা সেরা দল গঠন করে তবুও শিরেপার স্বাদ পাওয়া হয় না। ছেলেদের আইপিএলের পর মেয়েদের আইপিএলেও মন্দভাগ্য পিছু ছাড়েনি দলটির। মেয়েদের আইপিএলের প্রথম আসরে ৫ দলের টুর্নামেন্টে পঞ্চম হয়েছে দলটি। অথচ দলটি গড়া হয়েছিলো ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারদের নিয়েই।

ভারতের সেরা ব্যাটার স্মৃতি মানধানার সাথে ভারতের সেরা পেসার রেনুকা ঠাকুর। ইংল্যান্ড থেকে তো নেয়া হয়েছিলো ইংলিশ ক্যাপ্টেইনকেই। অস্ট্রেলিয়ার এলিসা পেরিকে। যিনি আবার সর্বকালের সেরা নারী ক্রিকেটার। এত এত নাম ডাকের পরও পারলো না আরসিবি। কেন পারছে তার কোন উত্তর নেই আরসিবি টিম ম্যানেজমেন্টেরও। ছেলেদের ক্রিকেটে ক্রিস গেইল, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, মঈন আলী, মার্কাস স্টোয়নিস, মিচেল স্টার্কদের মত সেরা ক্রিকেটারদের নিয়ে দল গড়েও কখনও শিরোপা জিততে পারেনি।

Created with Visual Composer