আত্মহত্যার মিছিল থামাতে শনিবার রাত ৯ টায় ফেসবুকে বিশেষ লাইভ টকশো

আত্মহত্যার মিছিল থামাতে ‘শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা এবং প্রতিরোধে করণীয়’ বিষয়কে সামনে রেখে এক বিশেষ ফেসবুক লাইভ টকশোর আয়োজন করা হচ্ছে। শনিবার ১৪ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এই ফেসবুক লাইভ টকশো অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ ট্র্যকার কর্তৃক আয়োজিত এই ফেসবুক লাইভ টকশোতে আলোচক হিসেবে থাকছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম। লাইভে আরও থাকবেন এন্টি সুইসাইডাল স্কোয়াডের প্রতিষ্ঠাতা কাবিল সাদি, ব্র্যাকের সাইকোলজিস্ট এ,কে,এম শফিউল্লাহ সিহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার। সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে উদ্বেগজনক হারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। বিষয়টি নিয়ে তাই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এক্সপার্ট সাইকোলজিস্টের কাছ থেকে কিছু বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেই অনুষ্ঠানটির মূল পরিকল্পনা সাজানো হয়।

প্রোগ্রামটি সঞ্চালনা করবেন বিডিনিউজ ট্র্যাকারের সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম। লাইভ টকশোটি প্রচারিত হবে বিডিনিউজ ট্র্যাকারের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে যে পেজ থেকে ফেসবুক লাইভ করা হবে

Facebook Comments