রাজধানীর আদাবরে আগামীকাল ২১ মার্চ জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের লোকের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও ঔষদ বিতরন কার্যক্রমের আয়োজন কার হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের উদ্যোগে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। যেখানে স্থানীয় দরিদ্র ও অস্বচ্ছল মানুষদের মাঝে ফ্রি ট্রিটমেন্টের পাশাপাশি বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হবে।
অসহায় ও নিম্ন আয়ের লোকের সুস্থতার কথা ভেবে প্রতিবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে ঘিরে এই আয়োজন করা হয়ে থাকে। উল্লেখিত এই ফ্রি চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করবেন ড. কামাল হোসেন।
স্থান: নবোদয় হাউজিং, আদাবর, ঢাকা।
সময়ঃ ২১ মার্চ ( মঙ্গলবার), সকাল ১০ টা।
আপনার মন্তব্য