আরইবিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তে ‘আরইবি চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আরইবি’র সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী খেলাটি উপভোগ করেন। খেলার শুরুতেই পায়রা উড়িয়ে খেলার উদ্ধোধন করেন আরইবি’র সম্মানিত চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন আরইবি’র সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ) ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত টুর্নামেন্টে ‘স্মার্ট আরইবি’, ‘দুর্বার আরইবি’, ‘গ্লোরিয়াস আরইবি’ ও ‘গ্রীন আরইবি’ নামে ০৪ (চার) টি ফুটবল দল অংশ গ্রহণ করে। প্রথম সেমি-ফাইনালে ‘স্মার্ট আরইবি’ ‘দুর্বার আরইবি’ কে ২-১ গোলের ব্যবধানে এবং দ্বিতীয় সেমি-ফাইনালে টাই-ব্রেকারে ‘গ্লোরিয়াস আরইবি’ ‘গ্রীন আরইবি’ কে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে। ফাইনালে ‘স্মার্ট আরইবি’ ‘গ্লোরিয়াস আরইবি’র খেলা ৩-৩ গোলে ড্র হয়।
পরে টাই-ব্রেকারে ‘স্মার্ট আরইবি’ ‘গ্লোরিয়াস আরইবি’কে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মেহেদী হাসান উজ্জ্বল বিচারকের দায়িত্বে ছিলেন। টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হন ‘স্মার্ট আরইবি’র দোলন মন্ডল। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক সাদ্দাম হোসেন জনির হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিটি তুলে দেন আরইবি’র সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন।