ইডেন কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে সভপাতি রিভা, সম্পাদক রাজিয়া

ইডেন মহিলা কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ কমিটিতে সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেল ৫টা ২০মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটির অনুমোদনপত্রে সই করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সাংগঠনিক সম্পাদক সাতজন হলেন-কামরুন্নাহার জ্যোতি, নুরজাহান খানম সামিয়া, আক্তার বৈশাখী, আর্নিকা তাবাছছুম স্বর্ণা, সুস্মিতা পান্ডে, ফারজানা ইয়াছমিন নিলা ও সুরাইয়া ইসলাম সম্পা। যুগ্ম-সাধারন সম্পাদক পাঁচজন হলেন— শায়না রহমান, ঋতু আক্তার,ফাতিমা খানম বিন্তি, রূপা দত্ত ও মালিহা হায়াত।

৪৮ সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৩০ জন। তারা হলেন — সোনালী আক্তার, শিরিন সুমি, জেবুন্নাহর শিলা, মারজান উর্মি, সাদিয়া জায়ন সাথী, কল্পনা বেগম, উম্মে রুম্মান রুমি, নাহিদা চৌধুরীর রাকা, জিনাত জায়ন লিমা, বিজলি আক্তার, তানজিলা আক্তার, সুমা মল্লিক পপি, উদিতা আক্তার, আফরোজা আক্তার রশ্মি প্রমুখ।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here