কবি আরিফ হাসানের নতুন কবিতা ‘সুখে থাকার অভিনয়’

0
94

কবি আরিফ হাসানের নতুন কবিতা ‘সুখে থাকার অভিনয়। কবিতায় কবি সুখে থাকার অভিনয় নিয়ে চমৎকার উপস্থাপনা করেছেন। কবিতাটি জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে প্রথম প্রকাশিত হয়।

সুখে থাকার অভিনয়
-মোঃ আরিফ হাসান


অভিনয় করতে করতে আমি এখন
ভীষণ ক্লান্ত।
দর্শক সারিতে ধীরে ধীরে কমে যাচ্ছে
দর্শক সংখ্যা।
এই দুনিয়ায় সবাই যেন এক একটা
অভিনেতা-অভিনেত্রী।

কেউ হাজারো কষ্টের মাঝেও
নিরলস অভিনয় করে যাচ্ছে ;
সুখে থাকার অভিনয়!
আবার কেউ সুখের সাগরে ভাসছে
মনে হচ্ছে তার চেয়ে দুঃখী
পৃথিবীতে আর কেউ নেই।
আমি অভিনয় করতে করতে ভীষণ ক্লান্ত।

কেউ প্রতিশ্রুতি দিচ্ছে-
সমাজ বদলে দেবার;
মুখে বড় বাণী দিচ্ছে–
দুর করবে যতো হাহাকার।
এ যেন দুনিয়ার নাট্যশালায়-
অদ্ভুত এক সাদৃশ্য যাত্রাপালা।

আমরা অভিনয় করতে করতে
আমরা হারিয়ে যাচ্ছি কোথায়–?
আলোর দিশা খুঁজতে খুঁজতে
হারিয়ে যাচ্ছি বিদঘুটে অন্ধকারে।
কখন যেন ভুলে গেছি নিজের অস্তিত্বটাকে।
আমি এখন ভীষণ ক্লান্ত…

ধীরে ধীরে ভুলে যাচ্ছি-
শেষ হতে চলেছে আমাদের সব
রঙ লীলা;
যেখান থেকে আমাদের শুরু
আবার সেখানেই হবো শেষ।
অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি আজ;
সত্যিই আমি ক্লান্ত-ভীষণ ক্লান্ত-ভীষণ ক্লান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here