কবি জামান মনিরের নতুন কবিতা ‘অতলস্পর্শী’

কবি জামান মনিরের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। বিডিনিউজ ট্র্যাকারের সাহিত্য পাতায় কবিতাটি প্রথম প্রকাশ করা হয়। কবিতায় কবি তার হৃদয়ের অতলস্পর্শী ভাবনাগুলো নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।

 অতলস্পর্শী
-জামান মনির

হৃদয়ের গভীরতা মেপে কেউ তার তল
ঠাঁই পায়নি, এ এক অতলস্পর্শী জায়গা-
সোয়াচ অব নো গ্রাউন্ড;
এখানে সাঁতার কাটা যায়,
ডুব দিলেই নিশ্চিত নিখোঁজ।

তবুও আমি যাবো সেখানে, দেখতে চাই
ইরাবতী ডলফিন, মিল্কি তিমি, সী-গাল পাখি;
জলে না নেমেও সিক্ত হওয়া যায়
এমনি করে আমি বহুবার সিক্ত হয়েছি
জ্যোৎস্না স্নাত হওয়ার কথা বলেছি বারবার।

এবার আমি যাবোই সোয়াচ অব নো গ্রাউন্ডে
সী-গাল পাখি আর ঊর্মিমালার সাথে
অতঃপর চুক্তিবদ্ধ হবো নিরম্বু ভালোবাসায়;
আর বৃষ্টিকে বলবো আমায় ভিজিয়ে দিও’না
আমি সিক্ত হতে চাই অন্তঃকরণে নিরন্তর।

ডুবতে চাই না, ভাসতে চাই না-
চাই প্রেম, অতলস্পর্শী গ্রাউন্ডে
চাই ভালোবাসায় অনামিকার ছোঁয়া;
হোক কবির কবিতায় শব্দের ওলোট-পালোট
তবুও সী-গাল পাখিদের সাথে উড়তে চাই।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here