কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘আত্মহত্যা প্রতিরোধে’ আলোচনা সভা অনুষ্ঠিত

গতকাল ১৯ সেপ্টেম্বর,২০২২ খ্রিস্টাব্দে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও আত্মশক্তি উন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অরণ্য উন্মুক্ত পাঠাগারের আয়োজনে এই সভায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাককানইবি’র সাইকোলজিস্ট আদিবা আক্তার, ছাত্র-উপদেষ্টা তপন সরকার ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক তারিফুল ইসলাম।

শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি,আত্মশক্তি উন্নয়নে করণীয় সম্পর্কিত দিকনির্দেশনা দেওয়া হয়।ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি ও মুখ্য আলোচকবৃন্দকে অরণ্য পাঠাগারের সদস্য হিসেবে নিবন্ধিত করা হয়।

অরণ্যের কর্ণধার জেনাস ভৌমিক জানান চলমান আত্নহত্যা ও আত্নহত্যাপ্রবণতা খুবই উদ্বেগজনক পরিস্থিতির রূপ নিচ্ছে,যার সিংহভাগ প্রভাব পরিদৃষ্টিত হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে। একটা সুস্থ,সুন্দর জীবনে প্রত্যাবর্তনে মানসিকভাবে বিপর্যস্ত আত্নহত্যাপ্রবণ লোকেদের সর্বাত্মক সহোযোগিতায় থাকবে অরণ্য স্বেচ্ছাসেবী সংগঠন, এব্যাপারে পরামর্শ ও কনসালট্যান্টে অরণ্যের পাশে আছে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টবৃন্দ। এসময় অরণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here