কবি সোলায়মান তুষারের কবিতা ‘তোমার অপেক্ষায়’

0
122

কবি সোলায়মান তুষারের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ‘তোমার অপেক্ষায়’। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি হুবুহু তুলে ধরা হলো।

তোমার অপেক্ষায়
সোলায়মান তুষার


তোমাকে দেখি না আমি এক সহস্ত্র জনম ধরে,
রক্তাক্ত হই প্রতি কালে;
ক্ষয়ে ক্ষয়ে ।
স্মৃতির জানালা খোলে বসে থাকি প্রতি প্রহরে।
পথে পথে।।
তোমাকে দেখব বলে বসে আছি চীনের মহাপ্রাচীরে ।
রয়ে রয়ে।।
সয়ে সয়ে।।
তোমাকে দেখিনা আমি শত সহস্র জনম ধরে,
তোমাকে দেখব বলে বসে আছি প্রশান্ত মহাসাগরের তীরে।
তোমাকে দেখব বলে পাড়ি দেই টেমস নদী,
সাঁতরে সাঁতরে।
তোমাকে দেখার নেশায় নিদ্রাহীন সময় কাটে ,
জনম জনম ধরে।
তোমার দেখার জন্য পাড়ি দেই সাত সমুদ্র তের নদী,
উড়ে উড়ে।
তোমাকে দেখব বলে পথপানে বসে আছি লক্ষ কোটি জনম ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here