কবি সোলায়মান তুষারের কবিতা ’বুদ্ধিজীবীদের মস্তক বিক্রির রজত জয়ন্তী’
কবি সোলায়মান তুষারের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ‘বুদ্ধিজীবীদের মস্তক বিক্রির রজত জয়ন্তী”। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি হুবুহু তুলে ধরা হলো।
বুদ্ধিজীবীদের মস্তক বিক্রির রজত জয়ন্তী
সোলায়মান তুষার
কখনো কখনো জেগে থাকাই বৃথা মনে হয়,
ঘুম হয়ে ওঠে শান্তির বার্তাবহ।
এক লক্ষ সাতান্ন হাজার বর্গমাইল হয়ে উঠে
নীরব- নিস্তব্ধ কবর ।
অন্ধকারের কালো বিড়াল হয় বনের অধিপতি ।
রয়েল বেঙ্গল টাইগারের গর্জন থেমে যায় ধূলিকণায়।
বেশ্যা কমিটি ঠিক করে মসজিদের ইমাম,
প্যাঁচাকণ্ঠিদের দৌরাত্ম্য সর্বময়।
পতিতাদের দখলে সামাজিক মাধ্যম,
মাওলানার জলসা এক গানের উর্বর মাঠ।
বুদ্ধিজীবীদের মস্তক বিক্রির রজত জয়ন্তী পালিত হবে রেসকোর্স ময়দানে;
কবি-অকবির ঠেলাঠেলি চলবে আরো কিছুদিন,
বাঁশ আর রডের মিশ্রণে দন্ডায়মান অট্টালিকা,
ডাক্তারের চেম্বার এক আধুনিক কশাইখানা।
বটতলার উকিলের মিথ্যার ফুলঝুরি হয়ে ওঠে শিল্পময়।
শিক্ষকের বাসা যেন ব্যাংকের ভল্ট।
কোটি টাকায় মুক্ত খুনিরা,
অন্ধকার এজলাসে বন্দি কালো কোট।
বিচারকের কলম লিখে অদৃশ্য ইশারায়।
নেতা-অনেতায় ভেদাভেদ নেই,
শ্রমিকের ঘামে-রক্তে গড়ে উঠেছে বেগম পাড়া।
পুরাতন উর্দিতে ভরপুর রাজনীতির মাঠ,
ডাকসু আজ কেবলই এক সংগ্রহশালা।
ঢাকা, ১৪/০৫/২০২২