সুযোগ মেপে মানবতা। কবি হারুন অর রশিদ হীরার নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ‘সুযোগ মেপে মানবতা’।
সুযোগ মেপে মানবতা
হারুন অর রশিদ হীরা
আমি সুযোগে মানবিক হই
দিলদরিয়া হয়ে যাই
সবাই বাহবা করো
আমি শিহরিত হই।
সেই সুযোগ পেলেই
মানবিক হওয়ার দরকার ফুরালেই
তোমাদের ঘাড় মটকাতে
ত্বরিতে শয়তান হয়ে যাই।
ক্যামেরার লেন্স এদিকে হলেই
মুচিরে বুক পেতে দেই
চুমু খাই তার কালি মাখা হাতে
অভিনয় করি মনেতে ঘেন্না নিয়েই।
লেন্সের কারিশ্মা-ই
আমাকে দানবীর সাজায়
শয্যাশায়ির পাশেও দাঁত কেলাতে বলে
জোকারের মতো হয়ে।
জনসেবা করি জন সমাগমে
প্রচারে বিস্তর খ্যাতি তাতে জমে
শূন্য ফুটপাতে ভিখারিতে পেলে
মেজাজ ওঠে যায় সপ্তমে।
মিডিয়া মাতের সম্ভাবনায়
শহুরে পোড়ার পাশে দাঁড়াই
জলা বন্যায় মিডিয়া কম
তাই ভাই আমি ওদিকে নাই।