করোনায় মৃত্যুহীন এক মাস কাটালো বাংলাদেশ

করোনায় মৃত্যুহীন এক মাস কাটিয়েছে বাংলাদেশ। কোভিড-১৯ এর কারণে একটা সময় সবকিছু স্থবির হয়ে পড়েছিলো বাংলাদেশেও। হসপিটালগুলোতে দেখা দিয়েছিলো আইসিইউ সংকটও। সে সব ক্রমেই অতীত হতে চলেছে। দেশজুড়ে সফল ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করার পর থেকেই করোনার প্রকোপ কমতে শুরু করে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা বিষয়ক যে বুলেটিন দেওয়া হয়েছে, এতে নতুন করে ৫০ জনের দেহে করোনা শনাক্তের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ে দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। আর এ নিয়ে টানা একমাস করোনায় মৃত্যুহীন থাকল বাংলাদেশ। 

সর্বশেষ ২০ এপ্রিল করোনা ভাইরাসে হয়ে দেশে এক জনের মৃত্যুর খবর এসেছিল। ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর আসার পর আর কখনও টানা এক মাস করোনায় মৃত্যুশূন্য অবস্থায় থাকেনি বাংলাদেশ।

বাংলাদেশে এ পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer