করোনায় শুল্ক ও আবগারী বিভাগের কমিশনারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও আবগারী বিভাগের কমিশনার হোসাইন আহমদ। তার বয়স হয়েছিলো ৫৪ বছর। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

হোসাইন আহমেদ বিসিএস (শুল্ক ও আবগারী) ১৫তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।হোসাইন আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। শোকবার্তায় জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer