কুড়িগ্রাম যাত্রাপুরে ব্রহ্মপুত্র নদের রলাকাটা চরে নদীতে ডুবে মেয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে জান্নাতি (৬) নামের এক কন্যা শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ শিশু যাত্রাপুরের চর রলাকাটা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের মেয়ে। শনিবার (৭ মে) দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এ ঘটনা ঘটে।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার ও ঐ এলাকার ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনোয়ার এবং অন্য একজন করিম মেম্বার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ জান্নাতি দুপুরের দিকে বাড়ি পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে সেখানে পৌছায়। এবং উদ্ধার কাজ চালায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইর্নচাজ মেহেদী হাসান জানান, একটি শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন রাত ১১.১০টা বাজে উদ্ধার শেষে ব্যর্থ হয়ে ফিরে আসেন ডুবুরি দল।

আজ রবিবার সকালে উদ্ধার কাজ করা হতে পারে বলে ফোনে জানান উদ্ধার কাজে আসা একজন গাড়ির ড্রাইভার।

আপনার মন্তব্য

Leave a Reply