কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৮,৩৬৪ লিটার সয়াবিন তেল উদ্ধার

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৮,৩৬৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার জাতী‌য় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার চকবাজার এলাকার সয়া‌বিন তে‌লের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। বেলা ১০টা থে‌কে ২টা পর্যন্ত এ তদার‌কি কার্যক্রম চ‌লে। এ সময় বি‌ভিন্ন গোডাউ‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে আ‌গের দা‌মে ক্রয় ক‌রে মজুদ ক‌রে রাখা ৮,৩৬৪ লিটার তেল উদ্ধার ক‌রে পূর্ব মূ‌ল্যে খুচরা দোকানী‌দের কা‌ছে বি‌ক্রি ক‌রে দেওয়া হয়।

কু‌মিল্লা দোকান মা‌লিক সমি‌তির নেতৃবৃন্দ এ বিক্রয় কা‌জে সহয‌ো‌গিতা ক‌রেন। এছাড়াও আজ সয়া‌বিন তে‌লের দাম তা‌লিকায় লি‌খে না রে‌খে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় গ‌ন্ধেশ্বরী স্টোর‌কে ৫ হাজার টাকা এবং সাহা ট্রেডিং‌কে ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। কৃ‌ষি বিপণন অধিদপ্ত‌রের সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযা‌নে উপস্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer