কুলিয়ারচরে মন্দির ও শ্মশান নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মন্দির, শ্মশানসহ বিভিন্ন উপাসনালয়ের নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪জুন) বিকালে কুলিয়ারচর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)অনির্বাণ চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজওয়ান দিপু, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগে যুগ্ম আহ্বায়ক মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, হিন্দু সম্প্রদায়ের এডভোকেট মনমত দাস, বীরেন্দ্র চন্দ্র দাস, নন্দলাল দাস, অরুণ চক্রবর্তী, পরিতোষ ভৌমিক, ধীরেন্দ্র বর্মন, ভবেশ বিশ্বাস, সাধন ঘোষ ও সুভাষ দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মত বিনিময় সভা পরিচালনা করেন, থানার সাবইন্সপেক্টর (এসআই) দেব দুলাল দে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here