কুড়িগ্রামের জেলার রৌমারী থানায় পরিকল্পিতভাবে মা ও শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ২জন কে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর।
গ্রেফতারকৃতরা হলেন- নিহত হাফসা আক্তার হারেনার উকিল বাবা ও ল
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা গ্রামের জাকির হোসেন ওরফে জফিয়াল নামের ও নিহতের দেবর একই এলাকার চাঁন মিয়া।
গত বুধবার (২৫ মে) দুপুরে রৌমারী অফিসার্স ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানান র্যাব-১৪ ইউনিট এর জামালপুরের কোম্পানি কমান্ডার আশিকউজ্জামান।
তিনি জানান, জামালপুর থানার বকশীগঞ্জে অভিযান চালিয়ে আসামি জাকির হোসেন ওরফে জফিয়াল নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে নিহত হারেনার দেবর চাঁন মিয়াকে গ্রেফতার করে র্যাব-১৪ ইউনিট।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ বলেন, গ্রেফতার দুই আসামিকে জামালপুর র্যাব-১৪ ইউনিট থানায় হস্তান্তর করেছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান। এই হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গত ২১ মে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় বাবারবাড়ির পাশের ধানক্ষেতে পাঁচ মাস বয়সী শিশু সন্তান হাবিবের গলাকাটা মরদেহ ও মা হাফসা আক্তার হারেনাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাফসার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত হাফসার বাবা বাদী হয়ে রৌমারী থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে এ মামলার আরও বিস্তারিত জানানো হবে।
E cadherin down regulation decreases the strength of cellular adhesion, resulting in increased cell motility which allows tumor cells to cross the basement membrane and invade the surroundings 43, 44 priligy in usa Government information system
how to buy priligy as a child The reduction in the production of growth stimulatory hormones inhibits the growth of cancer cells
ok well for my current situation, going to take bold this summer and i ve been told to take novedexxt or 6 oxo after wards cytotoxic misoprostol comprar
where to buy cytotec without prescription The Ketogenic Food Regimen Is A Low Carbohydrate Diet Only About