কেউ কারো নয় কবিতা

কেউ কারো নয়। রিয়াজুল ইসলামের নতুন কবিতা কেউ কারো নয়। স্বার্থের পৃথিবীতে বাস্বতা বড়ই কঠিন। কেউ কারো নয় কবিতায় সেই দিকটাই ফুটিয়ে তুলেছেন। বিডিনিউজ ট্র্যাকার পাঠকদের জন্য কবিতাটি হুবুহু তুলে ধরা হলো।

 কেউ কারো নয়

-রিয়াজুল ইসলাম

রঙহীন,বর্নচোরা এই বসুন্ধরায়,
কেউতো কারো নয়।
সময়ের পালাবদলে একদিন,
আপনও পর হয়।।

কোনো বৃত্তের নয়তো তুমি,
নও কোনো বর্গের।
নিঃস্বঙ্গতাই পরমাত্নীয় তোমার,
আপন সবাই ক্ষনিকের।
প্রনয়ের বুকেও মালা গাঁথা থাকে
ছলকে ওঠা বিষাদের।।
মুখোশধারী মেকী মায়ার ভীড়ে,
তুমি আপন শুধুই নিজের।।

আপন ভাবিয়া যার তরে আজ,
নিজকে করছো বিলীন।
মুগ্ধতার আভা কেটে গেলে সেও
পর হবে একদিন।

ধরনীর সব সম্পর্ক ঢাকা,
মিথ্যের আবরনে,
বন্ধনগুলো যতোই সাজাও,
সহস্র বিশেষনে।
দুঃসময়ের সঙ্গী নয়তো কেউ,
সবাই আপন নিজ প্রয়োজনে।

কবিতাঃ কেউ কারো নয়
কবিঃ রিয়াজুল ইসলাম (সজিব

Created with Visual Composer