খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াচ্ছেন শবনম ফারিয়া
খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াচ্ছেন শবনম ফারিয়া। নিজের ভেরিফাইড ইন্সটগ্রামে একটি খোলামেলা ছবি পোস্ট করেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছবিটি পোস্ট করার সাথে সাথেই নেটিজেনরা হামলে পড়োন। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবিটি। ৪৭ হাজার মানুষ লাইক কমেন্ট করেন।
কিছু ফেসবুক ব্যবহারকারী শবনম ফারিয়াকে কটাক্ষও করেছেন। রাজু আহমেদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন- কি ডিম্যান্ড কমে গেছে না গ্ল্যামার ফুরিয়ে যাচ্ছে? এত খোলামেলা হবার কারণ কি? আশিক সাদেক নামের একজন ফেসবুক ইউসার বলেন, ‘ছবিটি ইন্সটাগ্রামে দেখলেও সেখানে কোন কমেন্ট করার সুযোগ নেই তাই ফেসবুয়কে এসে লিখছি। প্রিয় শবনম ফারিয়া আপনাকে খোলামেলা পোশাকের চেয়ে মার্জিত পোশাকেই ভালো লাগে। এরআগে মে মাসের শুরুর দিকে নাক ও ঠোট সার্জারি করিয়ে বিপাকে পড়েন সাফা কবির।