গণমানুষের হৃদয়ে সমুজ্জ্বল ব্যারিস্টার শেখ ফজলে নাঈম

ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম শুধু একটি নাম নয়, একটি চেতনা, একটি প্রেরণা। একজন সময়ের সেরা অনুস্মরণীয় অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্ব। যুব রাজনীতির এক উজ্জল ধ্রুবতারা। সমাজ, জাতি এবং দেশের আদর্শ প্রেমিক। আলোকিত ব্যক্তি, সমাজ, জাতি  এবং দেশ গড়ার কারিগর। মজলুম, অসহায়, গরীব, দুঃখী, মেহনতি মানুষের দিশারী। মানব সেবায় নিবেদিত প্রাণ একজন সত্যিকার সমাজ সেবক। অত্যন্ত পরিশ্রমী, কর্মঠ, ধর্য্যশীল, নম্র-ভদ্র,  মিশুক ও বিনীয়।  হিংসা বিদ্বেষ এবং অহংকার মুক্ত সাদা মনের স্বচ্ছ একজন সুহৃদ ব্যক্তি।

পথ হারনো যুবলীগকে আদর্শিক রাজনীতির কক্ষপথে ফেরানোর মূল কারিগর ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। আজ সারা দেশে যুবলীগের যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হয়েছে এর পেছনে অনেক অবদান ব্যারিস্টার শেখ নাঈমের। যার রাজনীতির মূলমন্ত্রই হলো স্বচ্ছতা, জবাবদিহীতা এবং আদর্শিক মূল্যবোধ। এর বাইরে থাকা কাউকে তিনি মূল্যায়ন করেন না। কারণ তিনি ভালো করেই জানেন আদর্শিক রাজনীতি ছাড়া গণমানুষের আশা-আকাঙ্খা পূরণ করা সম্ভব নয়। নীতি আদর্শে বলিয়ান ব্যারিস্টার শেখ নাঈম তাই গণমানুষের হৃদয়ে সমুজ্জল হয়ে আছেন। যেখানেই অসহায় ও নিপীড়িত মানুষের ডাক শুনতে পান সেখানেই সহযোগিতার হাত প্রসারিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer