গৌরবের যে রেকর্ড কেবলই আর্জেন্টিনার

গৌরবের যে রেকর্ড কেবলই আর্জেন্টিনার। আর্জেন্টিনা দলটির কথা আসলেই সবার আগে চলে আসে ট্রফির কথা। ২৮ বছর ধরে অধরা ট্রফি। আরও ক্লিয়ার করে বললে ম্যাজর কোন ট্রফি জেতা হয় না আর্জেন্টিনার। শেষবার ২০০8 সালে অলিম্পিকে সোনা জয়ই হয়ে আছে আর্জেন্টিনা দলের শেষবারের মত বিশ্ব জয়ের কথা। এরপর আরও ৫ বার কোপা এবং বিশ্বকাপের ফাইনালে খেললেও জেতা হয়নি ট্রফি। অথচ এই আর্জেন্টিনাই বিশ্বের একমাত্র দল যারা বিশ্বকাপ, ইউরো এবং কোপা আমেরিকা বিশ্বের শীর্ষ তিনটি টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে শিরোপার হ্যাটট্রিক করেছিলো। সময়টা ছিলো ১৯৪৫, ১৯৪৬ এবং ১৯৪৭। যখন বিশ্ব কাঁপাতেন আলফ্রেড ডি স্টেফানো।

এবার বসবে কোপা আমেরিকার ৪৭তম আসর। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৫ বার ট্রফি জিতেছে উরুগুয়ে। এরপরই আছে আর্জেন্টিনা, ১৪ বার। ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। চলুন দেখে নেই কোপা আমেরিকার রোল অব অনা

রোল অব অনার

সালচ্যাম্পিয়নরানার্সআপস্বাগতিক দেশ
১৯১৬উরুগুয়েআর্জেন্টিনাআর্জেন্টিনা
১৯১৭উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯১৯ব্রাজিলউরুগুয়েব্রাজিল
২০২০উরুগুয়েআর্জেন্টিনাচিলি
১৯২১আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯২২ব্রাজিলপ্যারাগুয়েব্রাজিল
১৯২৩উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯২৪উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯২৫আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯২৬উরুগুয়েআর্জেন্টিনাচিলি
১৯২৭আর্জেন্টিনাউরুগুয়েপেরু
১৯২৯আর্জেন্টিনাপ্যারাগুয়েআর্জেন্টিনা
১৯৩৫উরুগুয়েআর্জেন্টিনাপেরু
১৯৩৭আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯৩৯পেরুউরুগুয়েপেরু
১৯৪১আর্জেন্টিনাউরুগুয়েচিলি
১৯৪২উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯৪৫আর্জেন্টিনাব্রাজিলচিলি
১৯৪৬আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯৪৭আর্জেন্টিনাপ্যারাগুয়েএকুয়েডর
১৯৪৯ব্রাজিলপ্যারাগুয়েব্রাজিল
১৯৫৩প্যারাগুয়েব্রাজিলপেরু
১৯৫৫আর্জেন্টিনাচিলিচিলি
১৯৫৬উরুগুয়েচিলিউরুগুয়ে
১৯৫৭আর্জেন্টিনাব্রাজিলপেরু
১৯৫৯আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯৫৯উরুগুয়েআর্জেন্টিনাএকুয়েডর
১৯৬৩বলিভিয়াপ্যারাগুয়েবলিভিয়া
১৯৬৭উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯৭৫পেরুকলম্বিয়াবিভিন্ন দেশ
১৯৭৯প্যারাগুয়েচিলিবিভিন্ন দেশ
১৯৮৩উরুগুয়েব্রাজিলবিভিন্ন দেশ
১৯৮৭উরুগুয়েচিলিআর্জেন্টিনা
১৯৮৯ব্রাজিলউরুগুয়েব্রাজিল
১৯৯১আর্জেন্টিনাব্রাজিলচিলি
১৯৯৩আর্জেন্টিনামেক্সিকোএকুয়েডর
১৯৯৫উরুগুয়েব্রাজিলউরুগুয়ে
১৯৯৭ব্রাজিলবলিভিয়াবলিভিয়া
১৯৯৯ব্রাজিলউরুগুয়েপ্যারাগুয়ে
২০০১কলম্বিয়ামেক্সিকোকলম্বিয়া
২০০৪ব্রাজিলআর্জেন্টিনাপেরু
২০০৭ব্রাজিলআর্জেন্টিনাভেনেজুয়েলা
২০১১উরুগুয়েপ্যারাগুয়েআর্জেন্টিনা
২০১৫চিলিআর্জেন্টিনাচিলি
২০১৬চিলিআর্জেন্টিনাযুক্তরাষ্ট্র
২০১৯ব্রাজিলপেরুব্রাজিল

 

আপনার মন্তব্য

Leave a Reply