গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে বনানী এক্সপ্রেস

0
117

শহীদ যায়ান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত যায়ান চৌধুরী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে জয়রথ চলছেই বনানী এক্সপ্রেসের। টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট দলটি বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও সহজ জয় পায় এম-মার্টের বিপক্ষে। সকালে টসে জয় লাভ করে প্রথমে এম-মার্ট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ফারহান এবং রবিউলের বোলিং তোপে ৯৩ রান এর বেশি করতে পারেনি।  ফারহান আলম ও রবিউল ২ টি করে উইকেট শিকার করেন। ফারহান আলম মাত্র ১ রান খরচায় ২ উইকেট শিকার করেন।

৯৪ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আহসান শুভর উইকেট হারালেও ওয়ানডাউনে নামা রবিউলের ঝড়ো ফিফটিতে সহজ জয় পায় বনানী এক্সপ্রেস। বল এবং ব্যাট হাতে অনবদ্য নৈপুন্য প্রদর্শন করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বনানী এক্সপ্রেসের রবিউল ইসলাম তুষার। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন অবসিডিয়ান বাংলাদেশের ব্যবস্থাপক শেখ নিজাম।

সংক্ষিপ্ত স্কোরঃ এম-মার্ট ৯৩/৮

বনানী এক্সপ্রেস ৯৭/৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here