চুয়াডাঙ্গায় ফের মাদকবিরোধী সফল অভিযান
চুয়াডাঙ্গা জেলায় জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নির্দেশে ফের মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। গতকাল ২০ জুলাই জীবননগর ও দর্শনা থানাধীন দামুরহুদা উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য অধিদপ্তর একাধিক অভিযান পরিচালনা করেন। সকাল ১১ ঘটিকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা মোতাবেক রিনা সুলতানা (৪৩) স্বামীঃ মো. সাইদ হাসপাতালপাড়া,জীবননগর জেলা, চুয়াডাঙ্গা কে নিজ বসতঘর হতে ২৬পিস ইয়াবাসহ ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান হয়।
এরপর দুপুর ১ ঘটিকায় রেলকলোনী, পাঠানপাড়া,দর্শনা থানায় মোবাইল কোর্ট পরিচালনা করে শিউলি খাতুন(৩৭) স্বামীঃ মোস্তফা শেখ- কে ২২ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম করাদন্ড ও ১০০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।