চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, মাদকসেবী আটক

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার সহ মাদকসেবী আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

১৭ই মে মঙ্গলবার সকাল সারে দশটায় ঘটিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো : ইমরান খা (৩৮) কে গ্রেফতার করা হয়। আসামীর পিতাঃ মৃত আমির খাঁ, গ্রাম, নথিডাঙ্গা পুরাতন মসজিদ পাড়া, থানা : আলমডাঙ্গা, জেলা, চুয়াডাঙ্গা কে নিজ বসতঘর হতে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।  উক্ত গ্রেফতারকৃত আসামি কে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে বিডিনিউজ ট্র্যাকারের সাথে কথা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রী দেশকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যারই ধারাবাহিকতায় জেলা প্রশাসন নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। আশা করছি সামনের দিনগুলোতে মাদকসেবীর সংখ্যা আরও কমে আসবে। আমরা আমাদের দায়িত্ব পালনে কোন কার্পণ্য করবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer