চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক
চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সোমবার দুপুর ১৩:০০ ঘটিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটে মোহাম্মদ সাদাত হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো : মোঃ খাইরুল ইসলাম (৪৭) পিতাঃ মৃত: খলিলুর রহমান গ্রাম, গোবিন্দপুর মসজিদ পাড়া, থানা : আলমডাঙ্গা, জেলা, চুয়াডাঙ্গা কে নিজ বসতঘর হতে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য এই খাইরুল ৭ টি মাদক মামলার আসামী এবং খোঁজ নিয়ে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে স্বাভাবিক জীবনে এসেছিলেন।