চুয়াডাঙ্গায় সয়াবিন তেল উদ্ধারের পর মাদক উদ্ধারেও সফল অভিযান

চুয়াডাঙ্গায় সয়াবিন তেল উদ্ধারের পর মাদক উদ্ধারেও সফল অভিযান চালিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। চুয়াডাঙ্গায় ঈদকে সামনে রেখে বাজার তদারকির অভিযানে গিয়ে বিপুল পরিমান সয়াবিন তেল উদ্ধারের পর এবার মাদক বিরোধী অভিযানেও সফলতা দেখিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন।

চুয়াডাঙ্গা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে  গতকাল ৫মে চুয়াডাঙ্গা সদর থানাস্থ গাইদঘাট দক্ষিণপাড়া,দীননাথপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ০৬ টি আলাদা অভিযানে ১/২ কেজি গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ১০ লিটার তাড়ি ও ২ লিটার এ্যালকোহল সহ ০২ জনকে যথাক্রমে ০৩ মাস ও ০৩ দিনের(মহিলা) বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে বিডিনিউজ ট্র্যাকারকে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন।

অন্যদিকে গাঁজা সেবনরত ০৩ জনের প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০/ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer