জাতীয় দলের সূচীর কারণে দি হান্ড্রেডেও দল পাননি সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি সাকিব আল হাসান।  যেটি নিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারকে। এবার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও। সোমবার এ টুর্নামেন্টের ড্রাফটের আয়োজন করা হয়। মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়াড়দের তালিকা। এ তালিকায় নাম ছিল না সাকিবের। তবে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা দি হান্ড্রেড টুর্নামেন্টে চলাকালীন সময়ে জাতীয় দলের খেলা থাকায় ফ্র্যাঞ্চাইচ দলগুলো বিবেচনা করেনি সাকিবকে।

টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক এক লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এ অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনা ভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এ টুর্নামেন্টটি।

সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউ-ই। সেই আট ক্রিকেটার হলেন— তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer